05-07-2022, 09:52 PM
(This post was last modified: 05-07-2022, 09:55 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
এই লেখা পড়ে স্তব্ধ হয়ে গেছি। শুরুর আর শেষের মাঝের ওই অসাধারণ লাইনগুলি যেমন খুশি করলো, ঠিক তেমনি শেষের ওই বিশেষ অংশটা কেমন যেন করে দিলো ভেতরটা। এ তো ভয়ানক একটা চমক। উফফফফ অসাধারণ আবার ক্রুর বাস্তবের দেয়ালে গাঁথা কঠিন সমাজের কালো সত্য। তাহলে সন্তান কি সত্যিই আপন? নাকি পুরোটাই স্বার্থ? বিবাহিত হলেই সে কলিজার টুকরো আর না হলে? সমস্যা? ঝামেলা আর ঘেন্নার কারণ? বাহ্!
না তার মানে এই নয় যে আমি সেই ভুলকে সমর্থন করছি। কিন্তু যে ভুলে মিশে থাকে বিশ্বাস ও ভালোবাসা তার ফসল কিভাবে সৃষ্টির অযোগ্য হয়? পিতা মাতার বা বলা উচিত পুরুষ নারীর সাময়িক মজার শাস্তি কেন পাবে একটা জীবন? তাহলে পুরোটাই স্বার্থ?
কিন্তু শেষে কেউ যেন এটাও বলে - স্বার্থ দিয়ে গঠিত রক্ত মাংসের শরীরেও থাকে বুক। মন থাকে তাতে। তাতে থাকে ভালোবাসা ও শ্রদ্ধা। আর সেই মন সকলের এক হয়না। কেউ অনাথকেও তুলে নেয় বুকে। কেউ আবার সন্তানের সামান্য ব্যাথায় কেঁদে ওঠে। সেই সব পিতা মাতার স্বার্থ নিজের সৃষ্টি কে সকল বিপদ থেকে রক্ষা করে ভবিষ্যতের আশার কিরণ হিসাবে জাগিয়ে তোলা। এও এক স্বার্থ। সেই স্বার্থ এক নতুন স্বপ্ন দেখাতে শেখায়। সব স্বপ্ন খারাপ হয়না, কিছু হয় বড়ো মধুর। অসাধারণ লাগলো ভায়া। ♥️