05-07-2022, 06:56 PM
(05-07-2022, 06:05 PM)Sanjay Sen Wrote:পর্বের নামের জায়গায় ★★★★ কেন?
(05-07-2022, 06:24 PM)Baban Wrote: আমি তো আগের থেকে জানিনা এই বিশেষ পর্বের অগ্রগতি ও সমাপ্তি কোন পথে গিয়ে থামবে তাই আগের থেকে কিছু বলা ঠিক হবেনা। তবে আগের পর্বের শেষ অংশ পড়ে অন্যরকম মনে হয়েছিল। দেখাযাক সেই মনে হওয়া পরিবর্তন হয় কিনা। অপেক্ষায় রইলাম। তবে নাম কি এখন জানাতে চাওনা? চার তারা কেন?
দু'জনের প্রশ্নই যখন অনেকটা এক ধরনের তাই দু'জনকেই একসঙ্গে উত্তর দিচ্ছি।
প্রথমে আমি মোটা হরফে পর্বের নাম লিখেছিলাম। তারপর দেখলাম যে সমস্ত পাঠকবন্ধুরা এতদিন এই উপন্যাসটিকে নিজের মতো করে ভালোবেসে এসেছে, তারা প্রচুর গালাগালি করবে আমাকে। গালাগালিটা না হয় ৭ তারিখ রাতেই বা তার পরবর্তীকালে খাবো সবার কাছ থেকে .. এটা মনে করে পর্বের নাম বেশ কয়েকবার অত্যন্ত হাল্কা রঙে রাঙিয়ে দিয়েও দেখলাম zoom করে ভালোভাবে দেখলেই নামটা বোঝা যাচ্ছে। তাই নামের বদলে ★★★★ করে দিয়েছি।