05-07-2022, 05:26 PM
(04-07-2022, 07:21 PM)Baban Wrote:একদিক থেকে দেখলে ডাইরির একটা পৃষ্ঠায় লেখা একটা দিনের বা ঘটনার বিবরণ আজকের পর্বের প্রথম অংশ। অন্য দিক থেকে দেখলে এক নায়িকার (নিজ গুনে যে সত্যিকারের নায়িকা সেই তিতাস এর কথা বলছি) জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হলাম আমরা। যে হারতে শেখেনি, তার মানে এটা মোটেই নয় সে জয়ের ভুখা। কিন্তু যখন জিত হারের খেলায় নামবে সে তখন তার একটাই লক্ষ - জয়! এমন মনোবল ও লক্ষ সত্যিই প্রশংসার যোগ্য ও শিক্ষণীয়। বাকি ওই দুজনের একান্তে খেলার সামান্য ঝলক দেখলেও.... ওই অনেক ♥️
শেষে এটাই বলবো - চন্দ্র ম্যাডাম তাও আবার Cleopatra রূপে!! এমনিতেই ওই পাগল করা মুখশ্রী, তার ওপর ওই নারী রূপে!! উফফফফ মাগো!!
বরাবরের মতই তোমার কলম থেকে আমার নায়িকার একদম সঠিক মূল্যায়ন এঁকে গেলে বাবান... ঠিক বলেছ... জয়ের বুভুক্ষু না হয়েও হার না মানার মানসিকতাটাই তোমার চন্দ্রা ম্যাডামের একটি বড় বৈশিষ্ট... হয়তো সে নারী বলেই তার মনোবল এতটা দৃঢ়... এতটা অটুট সর্বক্ষেত্রে... সমস্ত পরিস্থিতির মধ্যে...
আর এর সাথে আমার খুব খারাপ লাগে জানো তো! আমি আপডেট দেবার পরেই তুমি, বুম্বা আর ডিডি যে ভাবে আমার আপডেটের মতামত প্রকাশ করে যাও অথচ আমি তোমাদের আপডেটের কোন মন্তব্য সেই ভাবে সঠিক সময়ে করেই উঠতে পারি না... প্লিজ নিজ গুনে তোমরা ক্ষমা করে দিও আমায় আমার এই অসভ্যতার ক্ষমা করে দিও ভাই...