05-07-2022, 09:46 AM
(04-07-2022, 10:46 AM)boro bara Wrote: অসাধারণ বললেও কম বলা হয়। রাধার বিশ্লেষণ হয়ত এখনো অনেক পথ যাবে। কারণ উনি সত্যি ছিলেন নাকি কৃষ্ণের উনি প্রেম অভিলাষা সেটা না জানি কি ভাবে প্রতিষ্ঠা লাভ করবে। যাই হোক, আপনার বিশ্লেষণ ও বেশ গভীর। সত্যি তো নিমাই তো রাধা কৃষ্ণে মজেন নি। মজে ছিলেন কৃষ্ণে।
এবারে আসি আজকের পর্বে। দারুণ একটা পর্ব ছিল। আপনার গল্পের একটা মজা হলো, পাঠক কে বেশ চিন্তায় রাখতে জানেন। আর সেটাতেই পাঠক ছুটে চলে চাতকের মতন। দারুণ পর্ব এক খানা। শুভেচ্ছা রইল। রেপু আর লাইক রইল।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই। নাম খানা এমন অদ্ভুত দিয়েছেন নিজের অমুক ভাই , তমুক ভাই বলা যায় না।
সত্যি বলতে , নিজে বিশ্লেষণ না করে কিছু লেখা অসম্ভব। এটা আমি বরাবর ই মানি, যিনি লেখেন, তার থেকে সহস্র গুণ বেশী পড়াশোনা করতে হয়। আর পড়াশোনা করলে এতো বেশী ইনফর্মেশন আসে নিজের কাছে যে বলা নয়। সেই ইনফর্মেশন গুলো কে নিজের ভিতরে, বিশ্লেষণ করে তারপরে লেখা। আর সত্যি বলতে আমি যা লিখি সব নিজের কথা।
যেমন মহাভারত পড়া শুরু করলে আমার মনে হয় সবার আগে পরা উচিৎ উপেন্দ্র কিশোর এর ছোট দের মহাভারত। তার পরে কাশীদাসি মহাভারত। তারপরে কালীপ্রসন্ন সিংহ, তারপরে রাজশেখর বসুর অনুদিত মহাভারত। নৃসিংহপ্রসাদ , গজেন বাবুর প্রক্ষেপিত মহাভারত পরে পড়লে ভাল। কারন সেখানে , লেখন নিজের বিচার বিশ্লেষণ ঢেলে এক নতুন অবয়বে চরিত্র দের দেখিয়েছেন। কজেই সেটা মহাভারত নয়। কাহিনী তো একটাই। কিন্তু যারা পড়েন, তাদের ভিতরে আলাদা আলাদা মহাভারত চলে। আর সেটাই কাম্য। সমুদ্রে সবাই স্নান করলে, অকূল গভীরে ডুব দিয়ে রত্ন তুলবে কারা?