04-07-2022, 10:56 PM
(29-06-2022, 06:51 PM)nandanadasnandana Wrote: যদিও এই ব্যাপারে ডীডে র ভালো না লাগা মন ২ তে আমাকেও বলেছিল। কিন্তু ওই যে, আমরা বড় বড় লিজেন্ড দের নিয়ে ভাবি কিন্তু তাদের ও যে নিজস্ব জীবন আছে আর সেই জীবনে ওরা সব সুখ পাবার অধিকার রাখে, এটা মাথায় থাকে না। তেমনি সাধারণ মানুষ দের ক্ষেত্রেও তারা যৌনতা সব ভাবেই পাবার অধিকার রাখে। ভারতে পায়ু সঙ্গম ব্যাপার টা এখনও উচ্চতা অর্জন করে নি। আর তেমন প্রিপেয়ার্ডনেস ও নেই। যাই হোক একদিন সব হয়ে যাবে। মানুষ থেমে তো থাকে না। আমি সবিশেষ, ইন্টারেস্ট রাখি, এই বৃহন্নলা দের উপরে। আসলে দেখেছি অনেক। কথাও বলেছি। আমাদের মতই। মায়া মমতা রাগ ভালোবাসা দিয়ে গড়া। আলাদা কিছু না। ঘেন্না ওদের প্রাপ্য না। যদিও আমি জানি ডী ডে ওদের ঘেন্না করে না। ব্যস সেক্স ব্যাপার টা মানতে পারে না।
আমি যা দেখেছি, বিশাল যৌন লাইব্রেরী তে, এই জনার টা উপেক্ষিত ভারতে। বাইরে বেশ বেশ প্রচলিত। ওরা বিয়ে করে। সংসার করে। দশ জনের মতন বাচ্চা আডোপ্ট করে। ভালো লাগে। কাজেই রাতে বিছানায় ওরা চুপ থাকবে না সেটাই স্বাভাবিক। আর সেটাই কাম্য। আর দশ জনের মতন ওদের ও এই ব্যাপার টা করার অধিকার আছে। বেশ ভালো পর্ব।
একেবারে মনের কথা বলেছেন। ধন্যবাদ।