04-07-2022, 09:56 PM
(This post was last modified: 04-07-2022, 09:57 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(04-07-2022, 09:27 PM)Bumba_1 Wrote:আগামীকাল জানিয়ে দেবো
না .. এই তিনজন একসঙ্গে আরও কাজ করেছেন .. কিন্তু এই মুহূর্তে সেইসব ছবিগুলির নাম মনে পড়ছে না .. তবে গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রে এরা তিনজন একসঙ্গে ছিলেন। সন্তোষ দত্ত হাল্লা এবং শুন্ডি রাজার দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন, অজয় ব্যানার্জি হাল্লা রাজার দরবারে ভিনদেশী রাজার চরিত্রে অভিনয় করেছিলেন আর কামু মুখার্জি শুন্ডি রাজার পেয়াদার ভূমিকায় অভিনয় করেছিলেন।
আর এখানে জিনিয়াস হওয়া বা না হওয়ার কোনো ব্যাপার নয় .. যারা ভারতীয় চলচ্চিত্র সম্পর্কে সামান্য খোঁজখবর রাখে তাদের মধ্যে অনেকেই এই ছবি দেখে identify করতে পারবে।
এখানে একটা workers agitation হচ্ছে তাই আমি আজ সকালে দুর্গাপুর স্টিল-প্ল্যান্টে এসেছি। বুঝতেই পারছো প্রচন্ড চাপ যাচ্ছে কাজের। পরবর্তী আপডেট আসতে হয়তো দু'দিন দেরি হবে, সে সম্বন্ধে আমি আগামীকাল জানিয়ে দেবো।
আমার যতদূর মনে পড়ছে হীরক রাজার দেশে তেও এরা তিনজন ছিল।
সন্তোষ দত্ত ছিলেন বিজ্ঞানী
অজয় বাবু ছিলেন হীরক রাজের মন্ত্রী
কামু বাবু ছিলেন রাজ কোষের পাহারাদার। যে পরোয়ানা ছাড়া কাউরে ভেতরে ঢুকতে দেয়না।