04-07-2022, 07:27 PM
(03-07-2022, 11:52 PM)nextpage Wrote: অনেক কথা হয়তো বলা যাবে কিন্তু মনের ভাব প্রকাশ কি শেষ হবে??
শুরুতেই যে সকালের বর্ণনা দিলে তাতে মনে হচ্ছিলো এ রাতেই আমি সকাল দেখছি। বলতে গেলে গ্রামেই জন্মেছি আধুনিকতার ছোঁয়াতে এখন শহর হতে চলেছে। কিন্তু একটু ভিতরে গেলেইই সেই আগের অনুভব টা পাওয়া যায়।
ভালোবাসায় পূর্ণ একটা পর্ব.... এমনি করে বর্ণনা করলে যেন সেখানে নিজেকে একটা চরিত্রে বসাতে মন আনচান করে। নতুন করে ভালবাসতে ইচ্ছে করে। ইচ্ছে করে চলতে থাকুক না এভাবেই ভালবাসা দিয়ে যেখানে কোন ভয় নেই, নেই কোন আতংক। পিশাচ কিংবা বাঘমুড়োর বিভীষিকা নেই যেটা আছে শুধুই প্রগাঢ় শীতল অবিরাম ভালবাসার ধারা।
শেষে আবার একটু রহস্য রেখে দিলে, আর কি চাই...
আমিও গ্রামের। সেই গ্রাম ও এখন আর প্রত্যন্ত নেই গো। ইচ্ছে করে খুউব, গ্রামের দুপুরের নির্জনতার স্বাদ নিতে। চমচমে রোদ আর কোন একটা বাগানে দাঁড়িয়ে যখন মনে হবে আর কেউ কোত্থাও নেই। কোন গাছ থেকে ঘুঘু ডাক দেবে। উফ আলাদা অনুভুতি! ইচ্ছে করে খুব, শীতের সকাল টা তারিয়ে তারিয়ে উপোভোগ করতে, খেজুর গুড় বা রসের সাথে। ইচ্ছে করে সন্ধ্যেবেলায়, গলার কাপড় জড়িয়ে উঠোনের মাঝে দাঁড়িয়ে শাঁখে ফুঁ দিতে। ইচ্ছে করে শীতের রাতে ভারী লেপের তলায় মায়ের সাথে শুতে। কি জানি হয়ত এই চাওয়া গুলোই তাড়িয়ে নিয়ে বেড়ায় আমাকে, যত তাড়াতাড়ি সম্ভব এই সব মিটিয়ে কখন চলে যেতে পারব সেখানে। গ্রামের ব্যাপার ই আলাদা।