04-07-2022, 07:21 PM
(This post was last modified: 04-07-2022, 07:28 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
একদিক থেকে দেখলে ডাইরির একটা পৃষ্ঠায় লেখা একটা দিনের বা ঘটনার বিবরণ আজকের পর্বের প্রথম অংশ। অন্য দিক থেকে দেখলে এক নায়িকার (নিজ গুনে যে সত্যিকারের নায়িকা সেই তিতাস এর কথা বলছি) জীবনের এক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হলাম আমরা। যে হারতে শেখেনি, তার মানে এটা মোটেই নয় সে জয়ের ভুখা। কিন্তু যখন জিত হারের খেলায় নামবে সে তখন তার একটাই লক্ষ - জয়! এমন মনোবল ও লক্ষ সত্যিই প্রশংসার যোগ্য ও শিক্ষণীয়। বাকি ওই দুজনের একান্তে খেলার সামান্য ঝলক দেখলেও.... ওই অনেক ♥️
শেষে এটাই বলবো - চন্দ্র ম্যাডাম তাও আবার Cleopatra রূপে!! এমনিতেই ওই পাগল করা মুখশ্রী, তার ওপর ওই নারী রূপে!! উফফফফ মাগো!!