04-07-2022, 10:21 AM
(03-07-2022, 11:25 PM)Boti babu Wrote: আচ্ছা দাদা ভুল ক্ষমা করবেন গল্পটাতে এমন হবে নাতো!!!!!
মানে .....অরুন্ধতীর মধু খাওয়ার জন্য যারা কিডনেপ করলো তারাই কি .....অরুন্ধতীর মধু খেয়ে অরুন্ধতীর হয়ে পরিশোধ নেবে ঐ তিন নরকের কিট থেকে।
,,,,,,, নাকি অরুন্ধতী এই তিন জনের সাথে সংসার করবে গুগল যখন বড় হয়ে ওর মাকে ফিরে পাবে তখন দেখতে পাবে গুগলের মায়ের আরো তিন স্বামীর দ্বারা অনেক ভাই বোন এসে গেছে।
নাকি এই তিনজন ইচ্ছেমতো অরুন্ধতীকে ভোগ করে অন্যদের ভোগ করার ব্যবস্থা করবে মানে অরুন্ধতীকে দিয়ে ব্যবসা করবে।।।।
নাকি ঐ তিন নরকের কিটের কাছে ফেরত গিয়ে আত্মসমর্পণ করবে নিজেকে বাঁচানোর জন্য ।।।
প্রশ্ন অনেক উওর জানে শুধু একজনই আর উনি হলেন one of the best erotic Nobel writer my lovely Bomba da.....তারাতারি একটি বড় আপডেট নিয়ে চলে আসবেন সেই আশায় থাকবো। ভালো থাকবেন দাদা
পাঠকদের তরফ থেকে এইরকম প্রশ্ন যতবার আছড়ে পড়ে, একজন লেখক হিসাবে নিজের উপন্যাসের গতিপ্রকৃতি এবং এগিয়ে যাওয়াকে ততটাই সার্থক মনে হয়।
এতগুলো প্রশ্নের উত্তরে শুধু এইটুকুই বলবো আগামী দুটি পর্বে আশা করি এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।