03-07-2022, 11:51 PM
উফফফফ কি অসাধারণ একটা পর্ব। আজ এক অন্য রকম রোমাঞ্চকর পরিবেশে পরিপূর্ণ ছিল এই পর্ব। সেই শয়তানের আসন্ন শয়তানির ভয় নয়, আজকের পর্বে ছিল অন্তত কাল ধরে বয়ে চলা এক ইচ্ছার পূর্ণতা পাওয়ার পরিতৃপ্তি, এক মহান সময়ের, এক অসাধারণ মুহূর্তর সাক্ষী হওয়ার সৌভাগ্য। সাথে দুই পিতা মাতার সন্তানের প্রতি ভালোবাসা। স্বামী স্ত্রীয়ের একে ওপরের সাথী হয়ে ওঠার বর্ণনা ওই সামান্য কথাবার্তার মাধ্যমে পরিষ্কার ভাবে ফুটিয়ে তোলা। এক সময় পর নব যৌবন লেখনীতে সর্বোচ্চ অধিকার ও আকর্ষণ লাভ করতে সক্ষম হয়, কিন্তু সেই যৌবনের উৎস, তার সৃষ্টির কারণ সেই মানব দুজনের অতীত,বর্তমান ও ভবিষ্যত ততটাই প্রয়োজনীয়। সন্তানের কাছে, লেখকের কাছে, পাঠকের কাছে, সকলের কাছে। ❤❤❤