03-07-2022, 10:14 PM
অন্যতম সেরা পর্ব। অন্তত আমার চোখে। এক তো ওই শুরুর আর মাঝের মিষ্টি বর্ণনা। পড়তে পড়তে মনে হচ্ছিলো ঠিক যেন হবু বৌমা শশুর বাড়িতে এসে শশুর শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছে। খুব মিষ্টি একটা ব্যাপার সেটি। নায়ক বাবাজির মা বাবা খুবই মিষ্টি। মেয়েটাকে কিভাবে নিজের মেয়ে বানিয়ে ফেললো, আর পরে দেখি রাই নিজেই মনের ইচ্ছা প্রকাশ করে ফেলে।
আবার মাঝের ওই গোয়েন্দাগিরি অংশটিও বেশ ইন্টারেস্টিং। ম্যাডামের দেখি কারোর ওপর খুব নজর। সেটি শুধুই রাগ বা কৌতূহল নাকি..........?
আর শেষের ওই দুই সদ্য হওয়া বন্ধুর বাড়িতে নতুন রহস্যতে জড়িয়ে পড়া। এবার দুই গোয়েন্দা গিন্নি..... এই না মানে দুস্টু গোয়েন্দা মুন্নি মিলে জানা অজানা পথে চলে একে একে দুই আর দুইয়ে একে তিন করেই ছাড়বে। ❤❤
আবার মাঝের ওই গোয়েন্দাগিরি অংশটিও বেশ ইন্টারেস্টিং। ম্যাডামের দেখি কারোর ওপর খুব নজর। সেটি শুধুই রাগ বা কৌতূহল নাকি..........?
আর শেষের ওই দুই সদ্য হওয়া বন্ধুর বাড়িতে নতুন রহস্যতে জড়িয়ে পড়া। এবার দুই গোয়েন্দা গিন্নি..... এই না মানে দুস্টু গোয়েন্দা মুন্নি মিলে জানা অজানা পথে চলে একে একে দুই আর দুইয়ে একে তিন করেই ছাড়বে। ❤❤