02-07-2022, 10:19 PM
(01-07-2022, 08:31 PM)nextpage Wrote:প্রেমেতে টলমলভাবেতে বিহ্বলসখি বলরে তোরাকোথায় গেলে পাব কানাকানারে বাসিয়া ভালোমরেছি জনমে জনমে।
বৃন্দাবনের প্রেম আর বৃন্দাবনের বিরহ দুটোই তো দেখিয়ে দিলে। রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলায় আরেকটু হলে ভেসেই যাচ্ছিলাম কিন্তু তুমি বড়ই দুষ্টু দিদি ঐ কানার মতই ভাসাবে বলে ডাকলে কিন্তু ভাসতে দিলে না। লালিরে তুমি ললিতা বানালে রাধার প্রিয় সখী আর কৃষ্ণে প্রিয় গোপী। কি খেলা তুমি খেলতে চলেছো সেটা আন্দাজ করার সাধ্য নেই শুধুই উপভোগ করেই যাচ্ছি।বৃন্দাবনের লীলা যেহেতু সাক্ষাৎ করাচ্ছো তবে তো লালির বিরহ প্রেম অবধারিত। তবে তুমি যে স্কেলে সবটা বর্ণনা করলে সেটা লাজবাব। এটার প্রিন্ট না বেড় হলে খুবই কষ্ট পাবো।আর কি বলবো শেষে তো তুমি হীরাকে ঐ অশ্বত্থ বৃক্ষের নিচেই দাড় করালে তাও আবার ত্রিভঙ্গ মুরারি রূপে আর লালি কে না বাবা আর কিছু বলবো না রথের নাম কীর্তনে চলে যাবো।
না না বিরহ আর ভালো লাগছে না। জানিনা মন ১ কি ভাবে লিখে ফেলেছিলাম। হয়ত বা ওটা আমার অভিলাষা ছিল। এমন হলে কেমন হতো? সেই ভাবেই লিখে ফেলেছিলাম। বড্ড কেঁদেছিলাম আমি। আসলে এমন টা তো হয় নি। হয়েছিল তো ভালই। কেন যে লিখলাম কে জানে? আর লিখব না ওমনি করে। রাধা হলেও আমি মিল করিয়েই ছাড়ব। আর নিতে পারছি না বিরহ।
আহা কি রূপ বলত তার!! ওমন ত্রিভঙ্গ মূড়ারি!! উফ, ভাবলেই কেমন চোখে জল চলে আসে। বিশ্বাস কর কেউ যদি ওমনি করে সেজেও সামনে আসে, চোখের জলে পা ধুয়ে দেব আমি তার। আহা, ভাবলেই মনে সর্বস্ব দিয়ে বুকে পা দুখানি জড়িয়ে ধরি।