02-07-2022, 10:13 PM
(01-07-2022, 05:31 PM)boro bara Wrote: কি অপূর্ব আপডেট দিদি। অসাধারণ আপডেট। সত্যি আজকের দিনে এমন একটা আপডেট বেশ বেশ কাঙ্খিত ছিল। দুর্দান্ত। কিন্তু ললিতা কে নিলেন, রাধা কে ছেড়ে দিলেন কেন? মানে যতদূর জানি, ললিতা রাধার সখী ছিল। ললিতা আর বিশাখা। যেখানে রাধা , কানাই এর প্রেম অভিলাষা হলো, সেখানে ললিতা জীবন্ত হলো কি ভাবে? জানি এটা একটা গল্প, কিন্তু তাও জিজ্ঞাসা করলাম। নিশ্চই আপনার মনে কিছু চলেছে এই নিয়ে।
এ ছাড়া আপনার বর্ণনা এক কথায় অসাধারণ। যে কোন প্রোফেশনাল রাইটার কেও হার মানিয়ে দেবে দিদি। লাইক আর রেপু দুটোই রইল।
হুম কঠিন প্রশ্ন। বস্তুত, আমি যত রিসার্চ করেছি, তাতে আমার একটাই মনে হয়েছে, রাধা বলে কেউ ছিল না। নাহ হুড়ুম করে সিদ্ধান্তে উপনীত হয়েছি এমন না। বা এমন সিদ্ধান্তে পৌঁছে গেছি এমন ও না। কিন্তু ভেবে দেখ, বিশাল মহাভারতে কোন রাধার উল্লেখ নেই। রাধা কে আমরা চিনলাম বা জানলাম, যখন শ্রী কৃষ্ণ কীর্তণ পড়লাম। তারপরে মহাপ্রভু এসে সব ওলট পালট করে দিলেন। রাধা প্রেমী রা বললেন, শ্রী কৃষ্ণ রাধার ভাব কান্তি নিয়ে মর্ত্যে এসেছেন শ্রী চৈতন্য হয়ে। কেন? উত্তর দিলেন ওনারাই, যে শ্রী কৃষ্ণ দেখতে চাইছিলেন, কৃষ্ণ প্রেমে কি মাধুরী লুকিয়ে আছে, সেটা জানতেই উনি, রাধার ভাব কান্তি নিয়ে ফের মর্ত্যে এসেছেন। কারন রাধা ফর্সা ছিলেন আর গৌরাঙ্গ নাম তো ফর্সা হবার জন্যেই হয়েছে। এখানেও রাধা প্রেমী রা বাজী মেরে দিলেন। মানুষ ও আর ভাবল না বেশী। সে বেশ করেছে ভাবে নি। আমরা কাঁদলাম রাধার দুঃখে। হয়ত বুঝলাম প্রেম কি। তবে, রাধা ছাড়াও কৃষ্ণ কিন্তু প্রেম করেই রুক্মিণী কে বিয়ে করেছিলেন। কাজেই ওই ছোঁড়া প্রেম ছাড়া থাকে নি।
কিন্তু ওই যে ইতিহাস বাইনারী নয়। অনেক ইনফর্মেশন, আর তার থেকেই খুঁজে নিতে হবে উত্তর! শ্রী চৈতন্যের সমসাময়িক আরেক জন কৃষ্ণ প্রেমিকা ছিলেন। তিনি হলেন মীরা বাঈ। দুজনাই স্পষ্টত, রাধা কৃষ্ণ নয়, কৃষ্ণ প্রেমে মজেছিলেন। যদি ধরেও নি এনারা কেউ দৈব ভাবে প্রভোকড নন, তাহলেও এটা মানতে তো সমস্যা নেই, দুজনাই মহা পন্ডিত ছিলেন। আর তাঁরা, রাধা কৃষ্ণ কে নয় শুধু কৃষ্ণ কে প্রেম করলেন?
কাজেই ধীরে ধীরে রাধা কে ছিল আমার কাছে একটু পরিষ্কার হতে লাগল। রাধা কৃষ্ণের প্রেম অভিলাষা ই ছিলেন। হয়ত ব্রজভূমি কে রাধা বলা হয়েছে। হয়ত বা উনি জানতেন যে ভবিষ্যতে, কেউ তাকে প্রেম করবে না আর। সবাই সম্মান দেবে, ভয় পাবে, পুজো করবে, কিন্তু স্বার্থ হীন ভাল কেউ আর বাসবে না। সেই মারাত্মক প্রেমের ইচ্ছে টাই রাধা নাম নিয়ে বারংবার এসেছে আমাদের সামনে।
আর ললিতা কে নিয়ে এলাম কারন , কে বলতে পারে , সত্যি কোন ললিতা ছিল না? যে গোয়ালার ছেলে কানু কে ভালবেসেছিল। আহা অমন ছেলেকে কে না ভালবাসবে। কে না হতে চাইবে তার প্রেয়সী? কোন ললিতা ছিল হয়ত, যে কানু কে চোখে হারাতো। তাই নিয়ে এলাম ললিতা কে। একে তো নাম টা চেনা, তার উপরে লালির সাথে মিল ও খেয়ে যাচ্ছে। এ ছাড়া আর কিছু না।