02-07-2022, 09:58 PM
(01-07-2022, 01:06 PM)Baban Wrote:উফফফফফ!! মোচড় কুইন কি মোচড় না দিয়ে থাকতে পারে? সেই দিয়েই ছাড়লো গো! প্রথমে স্বপ্নের ওই অপার্থিব ভয়ানক সুন্দর দৃশ্য, সবচেয়ে আপনজনকে হারিয়ে ফেলার বিরহ বেদনা, আর স্বপ্ন শেষে লালির এক দুস্টুর মুখ বারবার দেখতে চাওয়ার ইচ্ছা আর পরক্ষনেই ইচ্ছাপূরণ। তারপরে সামান্য মিথ্যের আশ্রয়। ওটা যে বড্ড মিষ্টি মুহূর্ত। ইচ্ছে করে মনের ভাব লুকিয়ে নিজের অন্য রূপ কাছের মানুষটার সামনে ফুটিয়ে তোলা। কিন্তু..... সেই মানুষটা যে সবই জানে। সে যে এক এমন রাজা যে রাজত্ব করে সকলের হৃদয়ে। সে কি আর জানবেনা লালির মনের কথা? সেও তো থাকতে না পেরে চলে এসেছে সেই আপনজনের কাছে। সেও যে তাকে মন দিয়ে ভালোবাসে। সে যে সকল ভক্তর ভালোবাসার জন্য পাগল দুস্টু কানাই।♥️♥️
অসাধারণ পর্ব। আজকের দিনে একটা পর্ব এক্সপেক্ট করছিলাম সত্যিই।
হাহাহাহা। মোচড় ক্যুইন? কি সব নাম হয়ে যাচ্ছে আমার!!! প্রেম ব্যাপার টা আমার বেশ লাগে। আর সত্যি কি বলত? প্রেমের গল্প লিখলে, সেক্স ব্যাপার টা রিলেট করতে পারি না। পারি না বলা ভুল। খুব কষ্ট করেই করতে হয়।