02-07-2022, 05:16 PM
(29-06-2022, 11:47 PM)Oniruddho Wrote: লেখকের কাছে একটা প্রশ্ন, উত্তর দিলে খুশি হবো।
# আপনার সবচেয়ে কাছের বন্ধুটি। যাকে আপনি খুব ভালোবাসেন। একদিন আপনি জানতে পারলেন সে সমকামী। সে আপনাকে পাগলের মতো ভালোবাসে এবং বিয়ে করতে চায়। আপনি কি তার সাথে বন্ধুত্ব রাখবেন?? না তাকে ছুড়ে ফেলে দিবেন তার জীবন থেকে?.
বেশ ভালো প্রশ্ন... তবে এখানে আমার মতে ভালোবাসা, বন্ধুত্ব আর জীবন সঙ্গী বা সঙ্গীনি এই তিনটি এক সাথে মিলিয়ে ফেলা অনুচিত...
এখন বন্ধু যদি সমকামী হয়... এবার দেখতে হবে যে আমি সমকামী কিনা... বা আমি সমকাম্যতা গ্রহন করি কি না... এখানে যদি আমি সেটা পছন্দ করি, তাহলে এমন কোন সুযোগ এলে তাহলে নির্দিধায় তা গ্রহন করে নেবো বৈকি... কিন্তু আমি যদি বন্ধুকে ভালোবাসি অথচ সমকাম্যতাকে মর্যাদা না দিই, তাহলে সেখানে আমার সরে আসাই মঙ্গল... ভবিষ্যতের কথা বিচার করে... কারন কোন সিদ্ধান্তই কোন রকম সঠিক পর্যালোচনা না করে নেওয়া যুক্তি সঙ্গত নয়... অন্তত আমার কাছে...
এবার আসি ভালোবাসা... ভালোবাসাটা একটি আপেক্ষিক শব্দ... তাই কে কাকে কতটা বা কি পরিস্থিতিতে ভালোবাসবে বা বাসছে, সেটা সম্পূর্ণ নির্ভর করে বাস্তবায়িকতার উপরে... একজন আর একজনকে পাগলের মত ভালোবাসে বলেই অপর জনের থেকে সেটা একই তরঙ্গে প্রবাহিত হবে তার কোন মানে নেই... ঠিক যেমন মানে নেই সেই তরঙ্গের প্রবাহিত না হওয়ারও... ওটা নির্ভর করছে দুটি সত্তা যদি সত্যিই একই তরঙ্গের অন্তর্জালে জারিত হয়ে পড়ে তখন পারিপার্শিকতার কোন মূল্য থাকে না... তারা এক অমোঘ টানে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে... তাই সেখানেও পরিস্থিতি বিচার্য...
তৃতীয়ত জীবনসঙ্গী বা সঙ্গীনি... সেটাও সুধু মাত্র দুটি মেয়ে আর পুরুষের মধ্যে সীমাবদ্ধ থাকতেই হবে তেমন কোন মানে আমার মনে হয় নেই... সেটা দুটি মেয়ের মধ্যেও গড়ে উঠতে পারে, আবার দুটি পুরুষের মধ্যেও... আবার একজন তৃতীয় লিঙ্গের সাথে একটি স্ত্রী লিঙ্গ বা পুংলিঙ্গের সহবস্থানও সম্ভব, কিন্তু সেখানেও একটা কিন্তু আছে... কিন্তুটা হচ্ছে একে অপরের প্রতি শুধু মাত্র ভালোবাসা আর টান থাকলেই হয় না, জীবন সঙ্গী নির্বাচনের প্রধান সঙ্গাই হলো বিশ্বস্বতা... ভরসা... তারপর আসে ভালোবাসা...
আশা করি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো...


![[Image: 281136791_bourses-signature-2.png]](https://img71.pixhost.to/images/105/281136791_bourses-signature-2.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)