02-07-2022, 02:36 PM
(02-07-2022, 02:24 PM)sudipto-ray Wrote: আমি যদি বলি - অপরাধীর সংখ্যা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে, এই পর্বেই তিনজন অপরাধের সংখ্যা আরও বেড়ে গেলো। তাই ছোটবেলাতেই যদি দু' একটা ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে ব্যাপারটা আরো রোমহর্ষক হয়ে যেতে পারে বৈকি!!
এখন যেমন এই কথাটি বললেন, এটাও কিন্তু এক ধরনের স্পয়লার। ছোট বেলাতেই গোগোলের প্রতিশোধের শুরু, এটা গল্পের মাধ্যমে জানলে ভালো হতো না দাদা। থ্রিলার গল্পের ভিত্তিই হলো সাসপেন্স, এটা ভেঙে গেলে গল্পের আকর্ষণ কমে যায়।
হেহেহে তা ঠিক .. তবে আমি সবসময় যা বলি তা করি না .. তাই আমার সব কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস না করাই ভালো