02-07-2022, 01:47 PM
(02-07-2022, 12:52 PM)sudipto-ray Wrote: যেমন কর্ম তেমন ফল। ভিলেনদের অপরাধের সর্বোচ্চ সীমা দেখতে চাই এবং চাই সেসব অপরাধীদের সর্বোচ্চ শাস্তি। মৃত্যুর থেকেও ভয়ংকর ও লৌহমর্ষক শাস্তি । সেজন্য তো গোগোলকে বড় হতে হবে। অরুদ্ধতীর যে কি হবে সেটা ভেবেই শিহরিত হচ্ছি।
দাদা বলেই বলছি, পাঠকদের কমেন্টে মাঝে মধ্যেই স্পয়লার দিয়ে ফেলেন আপনার অজান্তেই, এটা কিন্তু আপনার বদঅভ্যেস। লাইক ও রেপু আপনার জন্য।
আমি spoiler দিই ঠিকই, তবে নিজের অজান্তে নয়। পাঠকদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি আগে থেকে কিছু information দিয়ে থাকি, কিন্তু সেটা যাতে আমার গল্পের কোনো ক্ষতি না করে সেই দিকেও নজর রাখি।
এই যেমন তুমি এখন বললে - প্রতিশোধ নিতে গেলে, সবাইকে শাস্তি দিতে গেলে আমাদের গোগোলকে বড় হতে হবে। কিন্তু আমি যদি বলি - অপরাধীর সংখ্যা তো দিনকে দিন বেড়ে যাচ্ছে, এই পর্বেই তিনজন অপরাধের সংখ্যা আরও বেড়ে গেলো। তাই ছোটবেলাতেই যদি দু' একটা ঘটনা ঘটিয়ে ফেলে, তাহলে ব্যাপারটা আরো রোমহর্ষক হয়ে যেতে পারে বৈকি!!
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
(02-07-2022, 12:56 PM)Boti babu Wrote: ये बढ़िया था गुरु
शुक्रिया