01-07-2022, 09:54 PM
(This post was last modified: 01-07-2022, 09:55 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(01-07-2022, 09:42 PM)Baban Wrote:দুর্ধর্ষ একটা পর্ব। শয়তানদের সাহস স্পর্ধা আর জেদ একটা পরিবারকে কোথায় নামিয়ে আনলো। হ্যা স্বামী মানুষটাও দোষী কিন্তু এ যে ভয়ানক একটা পাপ!
গোগোল এই বয়সে এই সমাজের অন্ধকার জগতের সক্ষ্মী হচ্ছে অনবরত এটা সত্যিই ধাক্কা দিচ্ছে আমাদের মনুষত্বকে। এই নাকি উচ্চ শ্রেণীর প্রাণী মানব। চুলোয় যাক পৃথিবী, আমার ভোগ কোথায়? এইতো চায় এই ক্ষুদার্থ পিশাচ দল
না!! ভেবেছিলাম পর্বে একটা উত্তেজক মিলন বর্ণনা হওতো পাবো যেটা আমাকে কনফিউস করবে গালাগালি দেবো এদের নাকি উত্তেজিত হবো। কিন্তু এটা পড়ার পর বলতে পারি গালাগালিও কিছুই নয় এদের জন্য। ওই শেষের আসন্ন ভয়ানক মুহুর্ত আমার কাছে অন্তত উপভোগ করার মতো লেখা নয়। ও যে সেই চরম পাপ এর সূত্রপাত। এ জিনিস উত্তেজিত করতে পারবেনা আমাকে। একটা পর্যায় পর্যন্ত যৌন মিলন, নিপীড়ন উপভোগ করা যায় কিন্তু এটা বিকৃত। আর এই পরবর্তী পর্ব লিখতে তোমারও যে কতটা কষ্ট হবে সেটা ভালোই বুঝতে পারছি। কারণ মন বার বার বাঁধা দেবে এমন কিছু লিখতে! তাও লেখক কে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
অসাধারণ!! একেবারে যথার্থ ইরো থ্রিলার!
আসলে মানুষ যখন বিকৃত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে, তখন তার কাছে পাপ-পুণ্য সব মিশে একাকার হয়ে যায়। এ ক্ষেত্রেও সেটাই ঘটেছে। আমি জানি এখানে ৯০% পাঠক শুধুমাত্র যৌনতা পড়তে আসে, বাকি ১০% পাঠক পর্বগুলির প্রকৃত মর্মার্থ খুঁজে বার করতে সক্ষম হয়।
তাই তাদেরকে হয়তো আসন্ন উত্তেজক sex encounter উত্তেজিত করতে পারবে না, তারা নিশ্চয়ই মনে মনে কষ্ট পাবে প্রত্যেকটা লাইন পড়তে পড়তে। আমারও লিখতে হয়তো বুকটা ফেটে যাবে। কিন্তু তবুও আমাকে ভয়ঙ্কর একটা উত্তেজক বর্ণনা দিতেই হবে এই উপন্যাসের স্বার্থে।
সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ