30-06-2022, 08:46 PM
(30-06-2022, 08:30 PM)আমিও_মানুষ Wrote: আপডেট কালকে আসবে ! হয়তো এটাই শেষ আপডেট হবে ! মাত্র ৫ জন লোক পড়বে সেটা ভাবতেই খারাপ লাগে ! ভেবেছিলাম এটাকে একটা উপন্যাসে নিয়ে যাবো ! এখন ভাবছি ছোট গল্পতেই শেষ করবো !
এখানে আমার আলাদা করে বলার কিছু নেই। এটা আপনার গল্প আর সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনার ওপর সম্পূর্ণ। আমিও বুঝি এরকম হলে কেমন লাগে। যখন নিজের সময় ব্যয় করে এম কিছুর সাক্ষী হতে হয়। তবে তাও বলবো এতো তাড়াতাড়ি শেষ করবেন না। এক পর্বে অন্তত এটি শেষ হবেনা এইটুকু আমিও বুঝছি আপনিও। তাই বলবো অন্তত আরও ৩ টে পর্বে শেষ করুন কারণ শুরুর সেই অংশ হটাৎ করে চলে আসবে আর চরিত্র গুলো বাস্তব থেকে আবার পানু গল্পের চরিত্র হয়েছে যাবে... এটা কেমন যেন লাগে। আপনি না হয় এবার ওই শুরুর পর্বের লেখন শৈলী অনুযায়ী এগিয়ে যান।