29-06-2022, 06:36 PM
(25-06-2022, 03:31 PM)Baban Wrote: স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে একটু অন্যরকম পর্ব পেলাম। আগেও পুরুষ পুরুষ ও নারীর এক পর্ব পেয়েছিলাম। আমি গে সেক্স দেখিনা বা পছন্দ করিনা সেটাও যেমন ঠিক তেমনি এটাও ঠিক আমি পছন্দ করিনা মানেই অন্য কেউ সমান ধারণা রাখে। এই যেমন নারী নারী লেসবিয়ান সেক্স আমরা পুরুষেরা হা করে দেখি আর উপভোগ করি সেটা যদি আমাদের কাছে উত্তেজক ও স্বাভাবিক হয় তবে উপরের এই পর্বই বা স্বাভাবিক হবেনা কেন? হ্যা সেক্স মানেই সবার আগে পুরুষ আর নারী এই ধারণাই আসে। তা সে যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক। কিন্তু একই অঙ্গে নারী পুরুষ ক্ষমতার অধিকারী এক জীবন এর গুরুত্ব, জয় পরাজয় ও মানবিকতা ও শারীরিক চাহিদাও ততটাই গুরুত্ব রাখে। আমার চোখে জর্ডি মেয়ে। তারমানে এটা নয় যে তার পুরুষ সত্তাকে আমি অপমান করছি। মোটেই নয় কিন্তু তুমি নিজেই যদি ভালো করে চোখ বোলাও তোমার এই চরিত্রর উপর.... তুমিও এক মেয়েকে পাবে। তার চাহিদা, তার ভালোলাগা, আর রূপ, তার ইচ্ছা সব মিলিয়ে। কিন্তু আবার সুখ দিতে সে পুরুষও। এটা আমি তোমার আগের পর্বেই সন্দেহ করেছিলাম। কিন্তু তখন জানানো উচিত মনে করিনি। Spoiler হয়ে যেত কিংবা আমিই ভুল হতে পারতাম। সব মিলে সত্যিই অন্যরকম একটা পর্ব।
তবে পর্ণার কি মানসিকতায় পরিবর্তন আসছে এটাও জানতে চাইবো। সে ই শুধুই পড়ে যাবে? নাকি এই অন্য রকমের অধ্যায় গুলো তার মধ্যেও নারীর প্রতি আকর্ষণ বাড়াবে? নাকি সে শুধুই এক পাঠিকা?
এই জন্যই তোমায় এত ভালো লাগে বাবান... তুমি বিশ্লেষণগুলো যখন করো, তখন সেটা এমন সুন্দর একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে করে থাকো, যেখানে কোন রকম ভাবেই কখন কোন জাজমেন্টাল চিন্তাভাবনা মিশে থাকে না... আর তাই বোধহয় তোমার মন্তব্যের জন্য এত ব্যগ্র ভাবে অপেক্ষা করি...
ঠিক বলেছ... এখানে জোর্ডিকে আমি প্রায় সম্পূর্ণরূপেই একটু মেয়ের রূপে বর্ণনা করার চেষ্টা করেছি, যার মধ্যে নারীত্ব বেশি পৌরষত্ব কম, কিন্তু কামকলার ক্ষেত্রে তাকে আবার নারীর থেকে পুরুষের প্রাধান্য বেশি রাখতে চেয়েছি... আমাদের সমাজ ব্যবস্থায় এখনও এই স্তরের মানুষের প্রতি যে মানসিকতার সঙ্কোচ, ঘৃণা আর বিরুদ্ধ পোষন মিশে রয়েছে... তাতে এখনও বোধহয় এদেরকে আমরা মানুষের পর্যায়ে ফেলতে পারি না... কিন্তু এদেরও যে মন আছে... কাউকে এরাও যে ভালো বাসতে পারে বা এদেরও যে ভালোবাসা যায়... সেটাই আমাদের তথাকথিত সভ্য সমাজ ভাবতেই পারে না এখনও... অথচ বাইরের দেশে কিন্তু সেটা অনেকটা গ্রহনীয়... এদেরকে নিয়ে এত কিছু ভাবেই না... ওখানকার সমাজে এদের স্থান কিন্তু আর পাঁচটা সাধারন নারী পুরষের সাথেই একই জায়গায়... আমি এই পর্বটা লেখার আগে নিজে বেশ কয়েকজন ট্রান্স ওমানএর সাথে কথা বলেছি... অবস্যই তারা এই দেশের নয়... এবং অদ্ভুত ভাবে তাদের ভিতরে কোন কুন্ঠা দেখি নি সমাজে মিশতে... তারা দিব্যি অন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নানান কাজে কাজ করে চলেছে... এবং যথেষ্ট মাথা উঁচু করেই...
জানি না গো... এটা পর্ণাই বলতে পারবে এই সব ডায়রির পাতা পড়তে পড়তে ওর মনের মধ্যে সত্যিই কোন পরিবর্তন আসছে কি না... দেখা যাক... সময় তো আছেই হাতে... কি হয় ভবিষ্যতে...