29-06-2022, 12:25 PM
(29-06-2022, 01:10 AM)nextpage Wrote: বাশির সুরটা যেন এখনো কানে বাজছে....
নগেন জ্যাঠা দর্শন পেয়েছেন নাকি তাকে দর্শন দিয়েছেন। অনেক প্রশ্ন জমা হচ্ছে একে একে সবের উত্তর মিলবে আর ততক্ষণে ঐ বাঘমুড়োর নিধন হবে।
হ্যাঁ অনেক প্রশ্ন। সেদিনে সোমনাথ বলল, দিদি আরো বড় করে লিখুন। সেই চেষ্টা তেই আছি। আসলে সবাই জানি যে কৃষ্ণ চাইলেই সব হয়ে যায়। খুব ছোট বেলায় গজেন বাবুর পাঞ্চজন্য পড়েছিলাম। ওটাও একটা ফ্যান্টাসি ছিল। কিন্তু পড়তে পড়তে ভেবেছিলাম, সত্যিই তো। চাইলেই তো হয়ে যায় না সব কিছু। তার পিছনে , বুদ্ধি পরিশ্রম সব থাকে। নিজের ক্ষমতা আর বুদ্ধির উপরে আস্থা থাকা খুব দরকার। তাই তো উনি কৃষ্ণ। অর্জুন কে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া, ঘটোতকচ কে সামনে এগিয়ে দিয়ে। এই সব সিদ্ধান্ত সহজ ছিল না। আজকেও তার জন্য অভিশাপ আর চোখের জলের দাম চুকিয়ে যান উনি। আমরা মেনে নিতে পারিনি ঘটোতকচের মৃত্যু।
সেই অধ্যাবসায়, সেই চরম প্ল্যানিং এর কিছু কিছু এখানে ধরার চেষ্টা করেছি। আর সেই প্ল্যানিং যখন উনি নিজে করেন তখন মনে হয়, যে উনি চাইলেন আর হয়ে গেল। ঠিক যেন ম্যাজিক!