29-06-2022, 12:15 PM
(28-06-2022, 06:55 PM)Baban Wrote: উফফফফফ টান টান উত্তেজনার মাঝে বার বার ওই দুস্টু ছেলেটার আগমন আর বাঁশির সুর। ভুবন ভোলানো সেই সুরে যেন সবাই মুগ্ধ। সকল বিপদ থেকে মুক্তির পথ লুকিয়ে তাতে। আর নগেন জ্যাঠার প্রশ্নে সেই উত্তর - তুমিই তো আমায় ডাকলে... উফফফফফ
আর অধ্যায় দুই পড়তে পড়তে সেই গানটা মনে পরে গেলো -
গাছের ছায়ায় বসে মাঠেসুরের ঘোরে সময় কাটে,গাছের ছায়ায় বসে মাঠেসুরের ঘোরে সময় কাটে,সূয্যি নেমে গেল পাটেসূয্যি নেমে গেল পাটেনাই কোনো খেয়াল।কেমন বাঁশি বাজায় শোনোমাঠেতে রাখালতার সুরে বুঝি যাদু আছেমন হল মাতাল.....
ছেলে মেয়ে নির্বিশেষে , ওই দুষ্টু টার জন্যেই পাগল।