28-06-2022, 06:55 PM
(This post was last modified: 28-06-2022, 07:05 PM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
উফফফফফ টান টান উত্তেজনার মাঝে বার বার ওই দুস্টু ছেলেটার আগমন আর বাঁশির সুর। ভুবন ভোলানো সেই সুরে যেন সবাই মুগ্ধ। সকল বিপদ থেকে মুক্তির পথ লুকিয়ে তাতে। আর নগেন জ্যাঠার প্রশ্নে সেই উত্তর - তুমিই তো আমায় ডাকলে... উফফফফফ
আর অধ্যায় দুই পড়তে পড়তে সেই গানটা মনে পরে গেলো -
আর অধ্যায় দুই পড়তে পড়তে সেই গানটা মনে পরে গেলো -
গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘোরে সময় কাটে,
গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘোরে সময় কাটে,
সূয্যি নেমে গেল পাটে
সূয্যি নেমে গেল পাটে
নাই কোনো খেয়াল।
কেমন বাঁশি বাজায় শোনো
মাঠেতে রাখাল
তার সুরে বুঝি যাদু আছে
মন হল মাতাল.....