27-06-2022, 11:23 AM
(27-06-2022, 10:49 AM)sairaali111 Wrote:১. অস্বস্তির কারণ 'শব্দচয়ন' নয় । আমার মানসিক ধাত-প্রকৃতি এবং , সম্ভবত , কোনও 'ফেলে আসা ঘটনা'র অভিঘাত । ২. কোনো এক-দুজনের স্বার্থে 'সিকোয়েন্স' বদলের সিদ্ধান্ত হবে নিতান্তই অবিবেচনাপ্রসূত এবং নিষ্ঠুর-ও - যেখানে হাজারো গুণগ্রাহী ' সেই সিকোয়েন্স 'এর চাতক-প্রতীক্ষায় থেকে থাকেন । - সালাম ।
আমি জানি এই সমস্ত ঘটনা মনে একবার দাগ ফেলে দিলে, তা ভোলা খুব কঠিন .. তবুও বলি .. কোনো স্বার্থান্বেষী, নিষ্ঠুর ব্যক্তির জন্য যদি অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েও থাকে, তাহলে এত বছর ধরে সেটাকে মনে আঁকড়ে ধরে থেকে শুধু শুধু কষ্ট পেয়ে কি লাভ? এখানে victim এর তো কোনো দোষ নেই .. সে তো পরিস্থিতির শিকার মাত্র।