27-06-2022, 10:15 AM
(27-06-2022, 09:50 AM)sairaali111 Wrote:বুম্বাজী , লেখক-শিল্পীরা , সাধারণত , হন টাচি - সংবেদনী । তাই , সাহস করছি বলতে । - না , আপনার লেখা , বিন্যাস , শব্দচয়ন , ঘটনা-প্রবাহ ইত্যাদি নিয়ে কোন কথা হবে না - তবু , মাঝপথে পড়া থামিয়ে দিলাম এই অংশটির । বেশ্যা- ( এখন কী সব যৌনকর্মী-টর্মি নাকি যৌনশিল্পী / যৌন শ্রমিক ট্রমিক বলা টলা হয় )-দের কথা থাকলে আমার কেমন যেন সব 'ঝাপসা' হয়ে যায় , বিবমিষার উদ্রেক হয় , পড়ার ইচ্ছেটিই লোপ পায় - এমন কি 'শরৎচন্দ্র' হলে-ও । - ক্ষমা চাইছি । সালাম ।
আমি জানিনা এটা হওয়ার কারণ কি এবং জানতেও চাইবো না। শুধু এটুকুই বলবো এর পরের বার থেকে তোমার বিবমিষার উদ্রেক হয়, এইরকম শব্দচয়ন এবং সিকোয়েন্স আর রাখবো না .. কথা দিলাম। সঙ্গে থাকো .. পড়তে থাকো