27-06-2022, 09:25 AM
বলেছিলে আগের থেকে পরবর্তী পর্বের প্রচ্ছদ কখনো reveal করো না। আপডেট দেয়ার সময় 2nd poster বানিয়ে সেটাই প্রমাণ করলে গুরু। এই পর্বে অনেকবার Rupsha নামটা উচ্চারিত হলো, কিন্তু একবার রুপসার জায়গায় রূপসা হয়ে গেছে। যে বানানটা ঠিক সেটা edit করে নিও। sex sequence নিয়ে কিছু বলার নেই - as usual সেরা। কিন্তু এই পর্বের ইউএসপি হলো নিচের কয়েকটা লাইন।
কেবিনের বন্ধ দরজার দিকে পিছন ফিরে বসে নিজের দুই হাতের আঙ্গুল দিয়ে হসপিটাল বেডের অনতিদূরে রাখা চেয়ারের হাতল খামচে ধরা গোগোলের জ্বলন্ত চোখের দিকে তাকালে তার মাম্মামেরও হয়তো তাকে একজন অচেনা মানুষ বলে মনে হতো।
এর অর্থ যাদের বোধগম্য হবে, তারা অবশ্যই বুঝতে পারবে কাহিনী এবার কোন দিকে এগোতে চলেছে। এর বেশি কিছু বললে spoiler হয়ে যাবে
কেবিনের বন্ধ দরজার দিকে পিছন ফিরে বসে নিজের দুই হাতের আঙ্গুল দিয়ে হসপিটাল বেডের অনতিদূরে রাখা চেয়ারের হাতল খামচে ধরা গোগোলের জ্বলন্ত চোখের দিকে তাকালে তার মাম্মামেরও হয়তো তাকে একজন অচেনা মানুষ বলে মনে হতো।
এর অর্থ যাদের বোধগম্য হবে, তারা অবশ্যই বুঝতে পারবে কাহিনী এবার কোন দিকে এগোতে চলেছে। এর বেশি কিছু বললে spoiler হয়ে যাবে