27-06-2022, 09:24 AM
(26-06-2022, 11:54 PM)nextpage Wrote: নগেন জ্যাঠা দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছে কিন্তু এই সেরেছে সে তো ভোলা রূপী পিশাচের নজরে পরে গেল।
উমার স্বপ্নের অংশটা গায়ে কাটা দিয়ে উঠলো। মহাপ্রলয়ে অশনি সংকেত সেই সাথে নারায়ণ দর্শন। ঐদিকে কিন্তু ঘুমন্ত হীরা একটু হেসে উঠলো গো। আপাতত শক্তির অংশরা নিজেদের শক্তির পরিক্ষা দিচ্ছে তবে আসল যে খেলা খেলবে সে তো নির্বিকার এদিক ওদিক ঘুরছে।
সব মিলিয়ে জম্পেশ একটা পর্ব...
হ্যাঁ শক্তি রা, নিজেদের শক্তির ডালি মেলতে প্রস্তুত ভয় ডর হীন হয়ে। উলটো দিকে ওরাও বেশ শক্তিশালী। আর ঠিক ই , নারায়ণ হলো নীর অয়নে যার। জলের মতন প্রবহমান, সকলের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে। বিপদে স্থির। ঠান্ডা মাথা। বিপদ থেকে রক্ষা করতে বদ্ধ পরিকর। জাল বেছাতে এক্সপার্ট। যেকোন মানব শত্রুর জন্মের আগে থেকেই প্ল্যান তৈরি থাকে ভদ্রলোক টির। অনেক ধন্যবাদ তোমাকে।