27-06-2022, 09:18 AM
(26-06-2022, 03:36 PM)Baban Wrote: স্বপ্নের অংশটা অসাধারণ আর বাকিটা রোমহর্ষক! ভোলার ওই অদ্ভুত ব্যবহার আর গন্ধ আর শেষে তার ওই হাবভাব নগেন জ্যাঠাকে ভাবিয়ে তুলেছে কিন্তু ওনার উপস্থিতি ভোলা টের পেয়ে গেলো যে! দারুন জায়গায় থামলো পর্বটা। পরের অংশের প্রতীক্ষায়।
হ্যাঁ, অশ্বথামা কেন এসেছে গ্রামে সেটা একটা বিশাল প্রশ্ন। দেখতে গেলে সেও বিশাল বীর ছিল। অমন লাগাম ছাড়া,অমর, ক্রোধী মহারথী, অভিশাপ না নিয়ে থাকলে , ভারতে ওই রাজ করত।