27-06-2022, 12:00 AM
(26-06-2022, 09:35 PM)Baban Wrote: রুদ্র বাবু নিজেকে নারীভোগ এর মাধ্যম বানিয়ে ফেলছে সেটা কি শুধুই ওই নারী শরীর নিয়ে খেলা? নাকি নারী শরীর ও মনকে চেনা নাকি নিজেকে একজন খারাপ মানুষ হিসেবে নিজের কাছেই প্রমান করতে উদ্যোত সে? সেটা হয়তো সেই জানে। হ্যা সে ভোগ করে নারী, সে ভুল কিন্তু সে জেনেবুঝেই এই ভুল করে কারণ সব নারী মোটেও তার কাছে / তার চোখে ভোগবস্তু নয়। ওই মায়ের মার খাওয়া, বাবা মায়ের আদরের ছেলেটা যত বড়ো হয়েছে ততো অনেক কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে। সেটা প্রাকৃতিক ভাবেও ও বাহ্যিক ভাবেও।
আজকের পর্বে আবারো সেই খেলোয়াড়কে দেখতে পেলাম আর সাথে তনু ম্যাডামের দিদির একটা ঝলক। সে যে ওই খেলোয়াড় বাবুর পরিচিত।
রুদ্র কে নিয়ে দারুণ একটা বিশ্লেষণ করলে দাদা৷ এভাবে আমিও ভেবে দেখিনি ওর চরিত্র টা কে নিয়ে। অন্য চরিত্রের মত ও শুধু ভোগ শেষে ফেলে দেয় নি সেটা আশ্চর্যকর একটা বিষয়৷ উপরন্তু অন্যরকম একটা সম্পর্কের সূচনা ঘটায়। যার যার জায়গা থেকে সেই সব চরিত্র গুলো ভাবে রুদ্রের সাথে তাদের সম্পর্ক টা হয়তো প্রেমে ও হয়তো ওভাবেই কেয়ার করে। দুইটা পুরোপুরি ভিন্ন সত্তা, কিন্তু দুইটার নিয়ন্ত্রণ দারুন।
ঐ রাই ম্যাডাম যে কি করছে কে জানে। সে কি এসবে নজর রাখে না নাকি, রুদ্র তো হাতছাড়া হতে চললো।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।