26-06-2022, 11:38 PM
(26-06-2022, 09:19 PM)Bumba_1 Wrote: দাদাভাই ওরফে রুদ্র, জন্মদিনের পোশাক এবং জন্মদিনের পার্টি নিয়ে তনু আর তার দিদির খুনসুটি বেশ উপভোগ্য লাগলো আমার কাছে।
তবে আমাদের রুদ্র বাবু অতীতকাল থেকেই ঘোরোতর মেয়েবাজ .. এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরকম একটা মানুষকে কেউ কি করে ভালবাসতে পারে সেটাই দেখার .. সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের পর্বটি
পারিবারিক মূহুর্ত গুলো চরিত্র গুলোর জ্বালানির মত।
রুদ্র চরিত্রটা এখনো অনেকটা রহস্যময়। দুটো সত্তার মানুষ যেন এক দেহে বাস করছে। একদিকে কাজের ক্ষেত্রে টপনচ, পারিবারিক সম্পর্কে কোন আপোষ নেই, বাইরের মানুষের কাছে সহজেই মিশে যায কিন্তু ঐ মেয়েদের ক্ষেত্রে সেটাও আবার সবার দিকে নয় কেমন যেন ঝুকে থাকে। আবার সেখানেও মন দেয়া নেয়ার একটা আবহ তৈরী করে কিন্তু নেশা টা অন্যদিকে।
সামনে যে কি হয় সেটাই দেখার। ওকে পাল্টানোর দায়িত্ব কে নেয়।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।