26-06-2022, 09:35 PM
(This post was last modified: 26-06-2022, 10:10 PM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
রুদ্র বাবু নিজেকে নারীভোগ এর মাধ্যম বানিয়ে ফেলছে সেটা কি শুধুই ওই নারী শরীর নিয়ে খেলা? নাকি নারী শরীর ও মনকে চেনা নাকি নিজেকে একজন খারাপ মানুষ হিসেবে নিজের কাছেই প্রমান করতে উদ্যোত সে? সেটা হয়তো সেই জানে। হ্যা সে ভোগ করে নারী, সে ভুল কিন্তু সে জেনেবুঝেই এই ভুল করে কারণ সব নারী মোটেও তার কাছে / তার চোখে ভোগবস্তু নয়। ওই মায়ের মার খাওয়া, বাবা মায়ের আদরের ছেলেটা যত বড়ো হয়েছে ততো অনেক কিছু পরিবর্তন এসেছে তার মধ্যে। সেটা প্রাকৃতিক ভাবেও ও বাহ্যিক ভাবেও।
আজকের পর্বে আবারো সেই খেলোয়াড়কে দেখতে পেলাম আর সাথে তনু ম্যাডামের দিদির একটা ঝলক। সে যে ওই খেলোয়াড় বাবুর পরিচিত।
আজকের পর্বে আবারো সেই খেলোয়াড়কে দেখতে পেলাম আর সাথে তনু ম্যাডামের দিদির একটা ঝলক। সে যে ওই খেলোয়াড় বাবুর পরিচিত।