26-06-2022, 11:36 AM
(This post was last modified: 26-06-2022, 11:39 AM by Baban. Edited 1 time in total. Edited 1 time in total.)
(26-06-2022, 12:38 AM)Avishek Wrote: সত্যিই হটাৎ করে এসে দেখি একটা পর্ব। আগের থেকে না জানিয়েই হটাৎ সারপ্রাইস দিলেন। বাবলির অংশ তো কামুক অবশ্যই কিন্তু এই পর্বটার সত্যিই প্রয়োজন ছিল। গল্পের অন্যতম মুখ্য চরিত্রর অতীত আর তার মানসিক পরিবর্তন দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা তাহলে কি মায়ের প্রতিও অন্য ধারণা জন্মেছিলো সুবিমলের? নাকি ওটা অন্যভাবে কাজ করেছে? যাহোক দারুণ ইম্পরট্যান্ট একটা পর্ব পেলাম।
অনেক ধন্যবাদ ♥️
না.... এটা ঠিক সেরকম ব্যাপার নয়। মায়ের প্রতি কোনো অশ্লীল ইচ্ছে আলাদা করে জন্মায়নি। জন্মেছে মায়ের আর বাবার ওই গোপন খেলা নিয়ে হাজার প্রশ্ন আর মায়ের ওই অর্ধনগ্ন রূপের প্রতি আকর্ষণ তবে সেটা মোটেও সেই বয়সে নয়, পরবর্তী সময় আর সেটাও ঠিক মা হিসেবে নয় না, নারীর ওপর পুরুষের জয়লাভ দেখে। কিংবা হয়তো আপনার ধারণা সঠিক হতেও পারে। মাইন্ড বড়ো গোলমেলে জিনিস! ব্রেন এর কোনো কোণে নানান ধারণা ইচ্ছে মিলে আজকের সুবিমল বাবুর জন্ম। তাই সুবু আর সুবিমল এক হয়েও সম্পূর্ণ ভিন্ন। এমন মুহূর্তর সাক্ষী আরও হবো আমরা তবে এবার অন্য কারো। সাথে থাকুন।