26-06-2022, 12:38 AM
সত্যিই হটাৎ করে এসে দেখি একটা পর্ব। আগের থেকে না জানিয়েই হটাৎ সারপ্রাইস দিলেন। বাবলির অংশ তো কামুক অবশ্যই কিন্তু এই পর্বটার সত্যিই প্রয়োজন ছিল। গল্পের অন্যতম মুখ্য চরিত্রর অতীত আর তার মানসিক পরিবর্তন দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা তাহলে কি মায়ের প্রতিও অন্য ধারণা জন্মেছিলো সুবিমলের? নাকি ওটা অন্যভাবে কাজ করেছে? যাহোক দারুণ ইম্পরট্যান্ট একটা পর্ব পেলাম।