26-06-2022, 12:00 AM
(25-06-2022, 09:33 PM)nandanadasnandana Wrote: একটু সমস্যায় আছি। এই গল্প টা প্রোবাবলি প্রিন্ট হবার চান্স আছে। দুদিন অপেক্ষায় আছি। যদি হয় তবে, কিছু বদল করে এখানে দিতে হবে। পাঠক নিরাশ হবেন না। আমি এই গল্প টা এখানেই দেব। এই গল্পটার সাথে মন ২ টাও। দেখা যাক আপনাদের আশীর্ব্বাদ হয়ত কাজ করছে।
তোমার এই গল্পটা প্রিন্ট হবে এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে দিদি, এত সুন্দর একটা গল্পের এটাই তো হওয়ার কথা ছিল। তবে তুমি বলেছ বলে অপেক্ষায় থাকব, নতুন রূপে নতুন সাজে গল্পটার জন্য, আশা করি তুমি হতাশ করবে না দিদি।