25-06-2022, 09:45 PM
(This post was last modified: 26-06-2022, 11:29 AM by Baban. Edited 2 times in total. Edited 2 times in total.)
(25-06-2022, 09:33 PM)nandanadasnandana Wrote: একটু সমস্যায় আছি। এই গল্প টা প্রোবাবলি প্রিন্ট হবার চান্স আছে। দুদিন অপেক্ষায় আছি। যদি হয় তবে, কিছু বদল করে এখানে দিতে হবে। পাঠক নিরাশ হবেন না। আমি এই গল্প টা এখানেই দেব। এই গল্পটার সাথে মন ২ টাও। দেখা যাক আপনাদের আশীর্ব্বাদ হয়ত কাজ করছে।
আরিব্বাস! এ কি শুনছি ইয়ে মানে পড়ছি!! দারুন খবর তো!! অবশ্য দুটো গল্পই যোগ্য এর.... সেটা পড়তে পড়তে প্রতিবার মনে হয়েছে। ♥️ আমার মনে হয় এখানে দেবার দরকার নেই। বা ওই অনেকটা পরিবর্তন করে দাও। যদিও সেটা চাপের কারণ লেখা সম্পূর্ণ হবার পর আবার নতুন করে রাস্তা খুঁজে এগোনো একই পথে বেশ সমস্যার। তাই আবারো বলছি অসুবিধা হলে কোনো দরকার নেই লেখার। অভিনন্দন