25-06-2022, 08:51 PM
কি চালাক বিজ্ঞানীরা তাই না কামনার জ্বর মাপার কোন যন্ত্রই তো তারা আবিষ্কার করলো না। নাকি এ আবিষ্কার না হওয়াতেই ভালো হয়েছে নয়তো কে কখন কতটা ঐ কামনার জ্বরে পুড়ছে সেটা সবার দৃষ্টিগোচর হয়ে যেত। হায় হায়, তবে তো আমিও ধরা পড়ে যেতাম আমার কিংবা অন্য কারও প্রেয়সীর কাছে।
কোথায় চলছে এই কামনার জ্বরের প্রভাব? কেই বা পুড়ছে এই জ্বরে? জানতে হলে অপেক্ষা নতুন পর্বের। আগামীকাল আসতে চলছে গল্পের নতুন পর্ব 'এই মেঘ এই জ্যোৎস্না-২'
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।