24-06-2022, 12:26 PM
(08-06-2022, 07:53 PM)Baban Wrote:চন্দ্রকান্তার এই দুর্দান্ত অভিযানের সাক্ষী যে আমরাও হতে পারছি তার ডায়রির মাধ্যমে রটা সত্যিই একটা বিরাট পাওয়া। একদিক থেকে দেখলে কি আর? একটা মানবীর জীবনে কাটানো দিনগুলোর ব্যাখ্যা, আবার আরেক ভাবে ভাবলে কত রোমাঞ্চকর সেইসব অভিযান! যাতে ছিল আনন্দ, দুঃখ, জেদ, আবেগ, রাগ, নতুনত্ব, যৌনতা এমনকি ভৌতিক ব্যাপার পর্যন্ত! শরীরের মহাত্ম কি আর তাকে কি কি ভাবে ব্যবহার করা যায়, মনের ক্ষমতা কি আর তার প্রতিফলন, আর শেষে আবেগী কিছু চাহিদা তা সে শরীরের প্রতি হোক কিংবা মনের প্রতি। সবসময় যে সবকিছু শেখার জন্য পড়তে হবে কে বলেছে? মুখে হাসি ফোটানোর লেখার গুরুত্ব কিছু কম নয়। চলুক এইভাবেই এই যাত্রা। আমি ও আমরা হই যাত্রাপথের সঙ্গী ❤
(20-06-2022, 07:30 PM)Baban Wrote: বাহ্! ছোটোর মধ্যে মিষ্টি একটা পর্ব। তিতাস ম্যাডাম এ দেখছি ভালোই খেলোয়াড় হুমমম? আসতে না আসতেই দুস্টুমি শুরু। তবে ও যে আগুন সেটা আর বলার দরকার পড়েনা। জর্ডির একটা অতীত আছে বুঝতে পারছি। সেটা ক্রমশ প্রকাশ্য। ভালোলাগা, কাছে আসার হালকা আভাস পেলাম। এইভাবেই এগিয়ে চলুক নতুন যাত্রা ♥️
আমি যে ভাবে চন্দ্রকান্তাকে জেনেছি, তাতে আমার মনে হয় তার আরো অনেক এই ধরনের অভিযান তোমাদের সামনে তুলে ধরতে পারবো... বলতে পারো ওর জীবনের 'ডিফারেন্ট শেডস্ অফ গ্রে' তোমাদের সামনে নিয়ে আসতে পারবো... এই ধরনের চরিত্র আমার মনে হয় আজ পর্যন্ত আমাদের দেশের কোন ইরোটিক ফোরামে আসে নি... আর সেই কারনেই নিজেও একটু ভয় ভয় আছি... কতটা চরিত্রটির প্রতি সুবিচার করে উঠতে পারবো বলে... কতটা পাঠক এই চরিত্রটাকে গ্রহণ করবে ভেবে... এতদিনে চন্দ্রকান্তা আমার গল্পে অনেকটা পথই পেরিয়ে এসেছে... তবে আরো অনেকটা পথ তার পাড়ি দেওয়া এখনও বাকি... দেখা যাক... আর কি কি তার কাহিনী ডায়রির পাতা থেকে সংগ্রহ করে উঠতে পারে পর্ণা... শত কাজের মাঝেও চেষ্টা করে চলেছি গল্পটাকে চালিয়ে নিয়ে যেতে... হয়তো অনেকটাই স্লথ গতিতে, আর তাই, তোমরা যে ভাবে আমার পাশে রয়েছ, তাতে করে আরো উৎসাহ পাই কষ্ট হলেও গল্পের অগ্রগতি বজায় রাখতে... আজকের পর্বে একটা অন্য মোচড় পাবে... জানি না কতজন কি ভাবে সেটা গ্রহণ করবে... কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, সেটা সেই ভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টায় রয়েছি... শুধু একটাই অনুরোধ, সাথে থেকো...