23-06-2022, 06:20 PM
আমি generally আগের থেকে পরবর্তী পর্বের প্রচ্ছদ কখনো reveal করি না। এক্ষেত্রে করলাম .. তার কারণ বিশেষ কিছুই নয় .. এখনো সেই অর্থে মনের মতো (আমার) লেখা হয়ে ওঠেনি .. তাই টিজার হিসেবে কিছু দিতে পারলাম না।
যাই হোক, কাজের ভীষণ চাপ যাচ্ছে বর্তমানে, তার সঙ্গে শরীরের অসহযোগিতা তো আছেই। আমি এখন out of station .. তবে চেষ্টা করবো আগামী রবিবার ২৬ তারিখ রাতে গোলকধাঁধায়় গোগোল উপন্যাসের পরবর্তী পর্ব অনুতাপ নিয়ে আসবার।