23-06-2022, 02:06 PM
(22-06-2022, 08:56 PM)nextpage Wrote: মার্চ মাসের মাঝামাঝি সময় এক পাড়াতো দাদার বিয়ের রিসিপশন আর প্রীতিভোজে গিয়েছিলাম। এলাকার অনুষ্ঠানে নিমন্ত্রণ হলে আমাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপের প্রায় সবারই সেখানে নিমন্ত্রণ আসে।
আমরা সবাই খেতে বসেছি হঠাৎ আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম,
-কি আমাকে ছাড়াই খেতে বসে গেলে?
এই হাতের স্পর্শ আর কন্ঠ দুটোই চেনা আমার। তবুও পিছন ফিরে তাকাতেই দেখি এই গল্পের দোলন দাড়িয়ে আছে। না না বাস্তবেও ওর নাম দোলন না। প্রসঙ্গত কারণেই আসল নামটা আর বললাম না। আজ অনেক বছর পর ওকে সামনাসামনি দেখলাম।
একটু মিথ্যে বললাম তো, আমি তো অনুষ্ঠানে এসেই ওকে দেখেছিলাম। তবে নিজেকে ওর কাছ থেকে আড়াল করে নিয়েছিলাম ওর সামনে যেতে চাই নি।
সেই দেখা হয়েই গেল। কিন্তু এড়িয়ে যেতে চাইছিলাম কেন?? গল্পের দোলনের সাথে ওর সম্পর্ক কি?
সেই কেন/কি এর উত্তর দিবো তবে সেটা আমার পরের গল্পে। ততদিন অপেক্ষা তো করতেই হবে।
উরিব্বাস , দারুন ....
আমারও এক দোলনকে মনে পড়ে গেলো ( সত্যিই ওর নাম দোলন ) অনেকদিন পরে ....