21-06-2022, 01:06 PM
(This post was last modified: 21-06-2022, 01:07 PM by Bumba_1. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-06-2022, 11:39 AM)sudipto-ray Wrote: এবার নতুন করে গল্পের পথচলা শুরু। গল্পের নায়ক গোগোল কিভাবে সবকিছু Handle বা মোকাবিলা করে, লেখক গোগোলকে কতটুকু ক্ষমতা দান করে, গোগোলের জীবনের পরবর্তী পদক্ষেপ কি হবে, এসব কিছুর দিকে আমরা তাকিয়ে আছি। তবে একটা কথা, হিরোর থেকে ভিলেনদের শক্তি যেন বেশি হয়। তাহলে গল্পে মজা আসবে। একপাশে দুর্ধর্ষ সব ভিলেন, আর একপাশে গোগোল একা। গোগোল কি পারবে এসব ভিলেনদের মোকাবিলা করতে??? গল্পে নায়কের জীবনের উত্থান-পতন দেখতে চাই, ঠিক " মাসুদ রানা " র মত। গল্পে কিছু উল্লেখযোগ্য নতুন চরিত্র (ভালো বা মন্দ) সংযোজন গল্পটাকে আরও উন্নত করবে আশা করি। তবে আমাদের অরুন্ধতীকে ভুলে যাবেন না দাদা।
ইদানীং গল্প সম্পর্কে বেশিই Predict করে ফেলছি, এগুলো আবার লেখকের গল্পে ব্যাঘাত না ঘটায়। আপডেটের জন্য লাইক ও রেপুটেশন দুটোই।
antagonist যদি অতিমাত্রায় শক্তিশালী না হয়, তাহলে সেই কাহিনীর নির্যাসটাই নষ্ট হয়ে যায়, ঠিক যেমন sholay চলচ্চিত্রটি অতিমাত্রায় বিখ্যাত এবং প্রশংসিত হয়েছিল দোর্দণ্ডপ্রতাপ গব্বর সিংয়ের জন্য। এই ফোরামে শুধুমাত্র protagonist দের বীরগাথা পড়তে পাঠককূল আসে না সেটা আমি ভালোই বুঝি। তাই তোমার অনুরোধ অবশ্যই মাথায় রাখবো। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।