Thread Rating:
  • 32 Vote(s) - 2.56 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Erotic Thriller ।।রিভু।। --- avi5774
#60
বহুদিন পরে বড়মা হাসপাতাল থেকে ফিরে এলো। কিন্তু সেই বড়মা আর রইলো না। অনেক কষ্টে কথা বলতে পারেন। শরীরের বামদিক পক্ষাঘাতে পঙ্গু। চেয়ারে বসেই কাটান সারাদিন। একদিনেই যেন বড়বাড়ির সমস্ত রোশনাই কে শুষে নিলো।
সুবিমল এই সুযোগ ছারলো না। নিজের বাবা মৃত্যু সজ্জায় ছটফট করা সত্বেও ঘুরেও দেখেনি ও। কিন্তু এক মুহুর্তের জন্যে ও বড়মার হাসপাতাল ছারেনি। যদিও কিছুই করতে হয়নি তবুও সমাজের চোখে ও পরিবারের বন্ধু হিসেবেই এই বিপদে ওদের পাশে দাঁড়িয়েছিলো।
জুলি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। মাতৃত্বের ছাপ পরেছে ওর শরীরে। বড়মার অসুস্থতার দরুন ওর গর্ভের সন্তানের ভাগ্য নির্ধারন হয়নি।
ইনিয়ে বিনিয়ে সুবিমল বড়মার কাছে ক্ষমা চাইছে বারবার। জুলিকে জীবনসঙ্গি করে নিয়ে যেতে চাইছে।
দির্ঘস্বাস ফেলে অসহায় বড়মা নিমরাজি হোলো সেই প্রস্তাবে, কারন এখন আর জুলির গর্ভ নষ্ট করা যাবেনা। ভ্রুনের বয়েস প্রায় চার মাস হয়ে গেছে। কিন্তু সাথে শর্ত দিলো যে সুবিমলকে এই বাড়িতেই থাকতে হবে আর নিজের পরিবার আর নিজের অতিতের সাথে কোন সম্পর্ক রাখতে পারবেনা।
চোখের জল চেপে রেখে জুলিও মেনে নিলো নিজের ভবিতব্য। নিজের দোষেই তো এই ফল পেলো ও

নাতির মুখ দেখে অনেক কষ্টই ভুলে গেলেন বড়মা।
এই কমাসে জামাই কি জিনিস তার উদ্দেশ্য কি সব বুঝতে পেরে গেছেন উনি। সারাক্ষন আতঙ্কে থাকেন জুলি মিলি আর নিজের প্রানের ভয়ে। এ ভয়ঙ্কর ছেলেটা জুলির মতন সরল মেয়েকে শুধুমাত্র সম্পত্তির লোভে ফাঁসিয়েছে।
দুঃখের কথা চেপে রেখেছে সবার কাছে, এতদিনের বিশ্বস্ত ড্রাইভার তরুন, কাজের লোক রামু, একাউন্টান্ট বিমল বাবু সবাই কাজ ছেরে চলে গেছে। এদের সবার নামেই সুবিমল চুরির অভিযোগ আনে। বড়মা সব বুঝতে পেরেও চুপ করে থাকতে বাধ্য হয়।
এই শারীরিক অবস্থায় সুবিমলকে চ্যালেঞ্জ করা সম্ভব না। তাও যদি জুলি নিজের পরিবারের সঙ্গ দিতো। মিলিকে উনি এসবের মধ্যে জড়াতে চায়না। এই বছর ওর গ্র্যজুয়েশান। এক মেয়ে গেছে গেছে, ওকে ভাসিয়ে দিতে চায়না বড়মা।
এত কিছুর মধ্যে নাতির জন্ম এক ঝলক তাজা বাতাস বইয়ে আনলো পরিবারে। বড়মার ইচ্ছে ওকে নিজের মতন করে বড় করে তুলবে। পরিবারের সন্মান রক্ষার্তে ও ওর জীবন দিয়ে দেবে। সেই সুযোগ মিলি আর বড়মা ভালো করেই পেলো। সন্তানের দিকে মা বাবার মন নেই। এমন কি জুলি বুকের দুধও দিতে চায়না ওকে। তাতে নাকি বুকের শেপ নষ্ট হয়ে যায়।
সেন বাড়ির নামেই ও ভালো স্কুলে চান্স পেয়ে গেলো।
কিন্তু সুবিমলের দৌরাত্ম থামার লক্ষন নেই। এই সেদিনই পুলিশ এলো সুবিমলের খোঁজে এই বাড়িতে। একটা ভেরির ইজারা নিয়ে গণ্ডোগোল হয়েছে তাতে দুজন খুন হয়েছে। একজন ধরা পরেছে সে সুবিমলের নাম বলেছে।
বড়মার পায়ে ঝাপিয়ে পরেছিলো সুবিমল। সব মিথ্যে। সেন বাড়ির ব্যবসা বাড়ছে দেখে কুচক্রিরা ওকে ফাঁসাতে চাইছে। চোখের জলে ভাসিয়ে দিয়ে জামিনের জন্যে ভালো উকিলের ফিস আর পুলিশের জন্যে মোটা ঘুষের টাকা বড়মার থেকে আদায় করে নিলো। সব বুঝেও বড়মার কোন উপায় ছিলো না। এরা সব গরিবগুর্বো লোক। এতো তো আছে সেন বাড়ির, কোনদিন এসব ভাগবাটোয়ারা নিয়ে কারো সাথে মন কষাকষি পর্যন্ত্য হয়নি। আর এ মানুষ মেরে ফেললো। মেয়ের ভবিষ্যত ভেবে চোখে জল চলে আসে।
[+] 5 users Like ddey333's post
Like Reply


Messages In This Thread
।।রিভু।। --- avi5774 - by ddey333 - 12-06-2022, 06:13 PM
RE: ।।রিভু।। --- avi5774 - by ddey333 - 21-06-2022, 11:10 AM



Users browsing this thread: 3 Guest(s)