21-06-2022, 10:36 AM
নেট ঘেঁটে এই গল্পটির এতুটুকুই পেলাম. xossip থাকতে এই গল্পটির কোনো কপি রাখতে পারিনি. তাই এদিক-ওদিক দেখতে হয়েছে. এই thread-এ ddey ক্রমান্বয়ে প্রথমে ১১ ভাগ অবধি post করেছে. তারপর অনেকটা অংশ খুঁজে পাননি, শেষে 37নং post-এ একটি ভাগ post করেছেন. এই xossipy-তেই snigdhashis একটি thread-এ প্রথম ২৩ ভাগ অবধি post করেছিল. ddey, এখানে 37 নং post-এ যে ভাগটি post করেছে, এদিক-ওদিক ঘেঁটে বুঝতে পারলাম যে এটি ২৪তম ভাগ. আপাতদৃষ্টিতে তো তাই মনে হলো. জানি না, শ্রীরূপাদি এর আগেও কিছু লিখেছিলেন কিনা.
snigdhashis-এর thread-টির link:
শ্রীরূপাদিকে অনুরোধ করবো যদি উনি এই গল্পটির ব্যাপারেও কিছুটা নজর দিতে পারেন. যদিও উনি বলেছিলেন যে পুরো গল্পটি ওনার মনে রয়েছে. যদি এই গল্পটি উনি আবার লিখতে বসেন, তাহলে আশা করি উনার খুব একটা অসুবিধা হবে না.
শ্রীরূপাদিকে আরেকটি অনুরোধ করবো, আপনার অসমাপ্ত গল্পগুলিকে আপনি নিজের নতুন thread-এ সমাপ্ত করুন. আপনি তো বেশীরভাগটা লিখেই রেখেছেন. আপনাকে শুধু ওই অংশগুলো আপনার thread-এ copy-paste করতে হবে. আগে শুধু আপনার নতুন অংশগুলো সংযোজন করতে থাকবেন. এতে পাঠক-পাঠিকাদের আপনার সব রচনাগুলো একই জায়গায় একই লেখিকার লেখনসূচীতে পেয়ে যাবে, অন্য কারোর সূচীতে দেখার প্রয়োজন হবে না বা এদিক-ওদিক ঢুঁ মারতে হবে না.