21-06-2022, 10:33 AM
(21-06-2022, 10:04 AM)Somnaath Wrote: কি বলি বলো তো, গল্পের কোনো বিশ্লেষণেই আমি যেতে চাই না, শুধু প্রাণভরে স্বাদ গ্রহণ করতে চাই এই উপন্যাসের। তবে সুজাতা চরিত্রটি এই কাহিনীর প্রাণকেন্দ্র হতে চলেছে এটা এখন থেকেই বলে দিলাম।
এই ফোরামে আসার আগে অনেক রথী-মহারথীর নাম শুনেছি, কিন্তু আজ বুঝতে পারছি এই উপন্যাসের পর একদম প্রথম সারির প্রথম দিকে থাকবে চিরকাল।
প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ তবে তুমি ভূয়শী প্রশংসা করে যে কথাগুলো বললে আমার সম্পর্কে, এতকিছু বলার সময় বোধহয় এখনো আসেনি। তবে সুজাতার সম্পর্কে যে কথাটা বললে সেটা হয়তো ঠিক হতে চলেছে। সঙ্গে থাকো .. পড়তে থাকো ..