21-06-2022, 09:22 AM
(20-06-2022, 11:06 PM)nextpage Wrote: পর্বের নামটাই তো দিশারী।
কেউ না কেউ তো দিশা দেখাতে আসবেই, আমার অরুন্ধতী এত সহজে হেরে যেতে পারে না। তাই তো সুজাতার আগমন হতেই হলো। তুমি তো বলেই দিলে সেই সময়কার গ্রাম্য মেয়েদের চেয়ে সুজাতা চালাক চতুর মেয়ে। এখন দেখা যাক আগামীতে কি হয়, স্টিয়ারিং এর পাওয়ার কিছুটা সুজাতার কাছেও আছে। আবার অনিরুদ্ধ সব বলতে শুরু করবে কিন্তু ছোট্ট গোগোলের সামনে...
না আর কিছু বলবো না তুমি আবার বকাবকি করবে। তোমার লেখা থেকেই বাকিটা জানবো।
অরুন্ধতীকে এত ভালোবেসে ফেলো না, পরে কষ্ট না পেতে হয় .. তুমি হয়তো ঠিক দিকেই এগোচ্ছো, তবে Kahani mein abhi bhi bahut twist baki hai .. সঙ্গে থাকো .. পড়তে থাকো