20-06-2022, 04:07 PM
(20-06-2022, 03:53 PM)nextpage Wrote: ছোটবেলা থেকেই একটু অসুস্থ প্রবন ছিলাম তবে মায়ের সাথে অসুস্থতা লড়াইটা বেশিক্ষণ চালাতে পাড়তো না। এবারও পারে নি। গতদুদিন মা একদম কাছ ছাড়া হতেই দেয়নি, মাথায় জল ঢালা, টাইমে ঔষধ খাওয়ানো, জলপট্টি দেয়া, তাপমাত্রা মাপা সবই করেছে। তাই আজ অনেকটা সুস্থ বোধ করছি, তবে পেট ব্যাথা টা শুরু হয়েছে আজ আবার। ওটা নিয়েও মাথা ঘামাই না মা আছে তো।
তবে সাবধান , এগুলো কিন্তু টাইফয়েড এর লক্ষণ ... আপনি কোথায় থাকেন জানি না কিন্তু আমি যেখানে থাকি সেই অঞ্চলে আজকাল খুব হওয়া শুরু হয়েছে !