20-06-2022, 12:14 PM
(20-06-2022, 09:53 AM)ddey333 Wrote: এই মুহূর্তে সেরা চলতে থাকা প্রথম কয়েকটি গল্পের মধ্যে এটা ... অন্য গুলোর নাম আর বলছি না , তবে এগুলো প্রত্যেকটাই ফাইভ নয় আমার মতে সেভেন ষ্টার পাওয়ার যোগ্য !!
এই গল্পটার মূল বিষয় এখনো সেইভাবে শুরুই হয়নি। সেটা ভবিষ্যতে আসতে চলেছে। অর্থাৎ গোগোল এর গুরুত্বপূর্ণ ভূমিকা। যদিও তার পূর্বেই এই কাহিনী যা খেল দেখাচ্ছে তা সে বাস্তবিক জীবনের মতোই স্বচ্ছ হোক কিংবা সাংসারিক টানাপোড়েন এর দৃশ্য এছাড়া রিপুর জয় তো আছেই। আসলে আমি মনে করি... হয়তো এটার সাথে বুম্বা দাও সহমত হবে যে - মানুষ যতই পবিত্র ও ভালো হোক না কেন অন্ধকার অন্তত আকর্ষণ তাকে করবেই। সে ঐপথে পা বারাক বা না বারাক কিন্তু..... মনে হালকা হলেও লোভ জন্মাবে। একবারও হলেও মস্তিস্ক অন্য কিছু ভাবাবেই। আর সেখানেই রিপুর জয়।
তাই এই কাহিনী সত্যিই যোগ্য উপরুক্ত মন্তব্যের ♥️