19-06-2022, 11:37 PM
(19-06-2022, 10:52 PM)Baban Wrote: One of the Best update ছিল এটা। অন্তত আমার কাছে। কারণ এই ধরণের ভালোবাসার গল্পে কিছু অতীতের বিশেষ করে কলেজ বা কলেজের এমন প্রেমের অতীত থাকে যেগুলো আমায় অন্তত নাড়া দেয়। বিশেষ করে প্রেম পেয়েও না পাওয়া বা এই অপেক্ষার মাঝে হটাৎ আবার দেখা। সময় পেরিয়ে গিয়েও পেরোয়নি কিছু ব্যাক্তিগত মুহূর্ত যার সূচনা হতে পারতো কিন্তু ওখানেই উপসংহার টেনে দেওয়া হয়েছে। কিন্তু পরে বোঝা গেছে ওটা শুধুই কমা ছিল..... ফুলস্টপ দেওয়া... বাকি আছে বন্ধু ♥️
শেষে কয়েকটা লাইন রূদ্র বাবুর তরফ থেকে - আছি আজও তার অপেক্ষায় যে আমায় বানিয়ে গেলো খারাপ। নিষ্পাপ জীবনে বড়ো হবার তাগিদে, ঠিক ভুলের পথ না চিনতে পেরে একটা ভুল। আজও আমি অপেক্ষায় তার। যদি করে ক্ষমা।
ভাঙা গড়ার খেলার নামই তো জীবন। চলতি পথে অনেকেই আসে অনেকেই যায়। অনেকেই পায় আবার অনেকেই পেয়েও হারায়। হয়তো আমরা ঠিক ভুল বোঝার বোধটা হারিয়ে ফেলি ঐ একজনের উপরে জন্মানো ভালবাসা, রাগ, অভিমান বা প্রচন্ড আক্রোশ থেকে। আমার গল্পের প্রতিটি চরিত্রই বর্তমানের কারো না কারো থেকে অনুপ্রাণিত। যেটা প্রকাশ পাবে আমার পরবর্তী গল্পে।
যে ভালবাসতে জানে সে ক্ষমা করতেও জানে জাস্ট সময়ের ব্যাপার মাত্র।
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
দুইকে আমি এক করি না, এক কে করি দুই।।