19-06-2022, 03:12 PM
(19-06-2022, 11:22 AM)sairaali111 Wrote:''আপনার জ্ঞানের পরিধি......'' - আজ্ঞে জনাবজী, এটি শুনলেই দুই ভদ্রজনের কথা মনে আসে । প্রথম, সে-ই 'আপেল পতন' দেখে মাধ্যাকর্ষণকে আকর্ষণ করে নিয়ে-আসা মানুষটি - জীবনোপান্তে এসে যিনি বললেন - 'জ্ঞান-সাগরের তীরে ক'টি নুড়ি কুড়িয়েছি মাত্র - জল ছুঁতেই পারিনি ।' - আর, দ্বিতীয়জন, সেই পরমপূজ্য 'সুনীচেন' বৈষ্ণব-গুরু - যিনি নিজের জানার পরিধির মূল্যায়ণ করলেন - '' কিছুমাত্র জানি না আমি - এই মাত্র জানি...'' । - সম্মান-সালাম ।
কিছু নাহা জানিয়াও মোরা জানি অনেক কিছু
যতই পালাই সেসব থেকে করে তারা মোদের পিছু
কিছু তার ভালো, কিছু আবার কালো
কিছু আবার সবুজ, কিছু ছড়ায় আলো
সব মিলিয়ে জ্ঞানের বিকাশ
জ্ঞানী গুণী দুই দেখে নীল আকাশ
দুয়ের চোখেই অদৃশ্য বাতাস
কিন্তু তবু নয় তারা হতাশ
জ্ঞানে লোভে চলে এগিয়ে
মাঝে সকলকে যায় জাগিয়ে ♥️