19-06-2022, 01:41 PM
(19-06-2022, 09:28 AM)ray.rowdy Wrote:খুব সুন্দর করে যথার্থ বললেন রাউডি দাদা !!!!!শ্রীরূপা, আপনার লেখা খুবই দারুণ লাগে. খুবই ঝরেঝরে লেখা. আপনি আমার প্রিয় লেখক-লেখিকার মধ্যে একজন. আপনার লেখার বিশেষ দিকটি হচ্ছে কাহিনীর বুনোট. আপনি সহজকথায় কিন্তু এতো সুন্দরভাবে তা সাজিয়ে তুলেন যা সত্যি খুবই কম লেখক-লেখিকার মধ্যে দেখা যায়.
সত্যি জানি না আপনার লেখায় অনীহার পেছনে ঠিক কি কারণ রয়েছে. যৌনধর্মী লেখা লিখতে লিখতে অনেক লেখক-লেখিকারই একটা সময় পর খুব একঘেয়ে ও কষ্টসাধ্য লাগতে শুরু করে – কেননা এই ধরণের লেখায় কল্পনার সঙ্গে তীব্র আবেগ জড়িয়ে থাকে যা মনকে পরিশ্রান্ত করে তুলে. অনেকটা 'অজীর্ণ' রোগের মতো. যদি আপনি মানসিকভাবে পরিশ্রান্ত হয়ে পড়েছেন, তবে বলবো আপনি এই জগৎ থেকে কিছুদিন দূরে থাকুন, যতোদিন পর্যন্ত না আপনি আবার লেখার জন্য সেই তাগিদ ভেতর থেকে অনুভব করছেন. কেননা শারীরিকভাবে সুস্থ থাকার সঙ্গে মানসিকভাবে সুস্থ থাকাটাও খুবই জরুরী. জীবনকে সুন্দরভাবে উপভোগ করাটাই সব – আর আমরা তার জন্যই সব করে থাকি.
কিন্তু যদি পাঠক-পাঠিকার তরফ থেকে হতাশাব্যঞ্জক সাড়া যদি এর কারণ হয়ে থাকে, তবে বলবো যে তা খুবই দুর্ভাগ্যজনক. এখানে বেশীরভাগ পাঠক-পাঠিকারা নিশ্চুপে পড়ে বেরিয়ে যায় – কোনো মন্তব্য বা লাইকস না দিয়ে. পাঠক-পাঠিকাদের ইতিবাচক সাড়াই এখানকার লেখক-লেখিকাদের নায্য চাওয়া, তা তাদের উত্সাহের মতো কাজ করে. কেননা এখানে লিখে তারা কোনো অর্থনৈতিকভাবে লাভবান হন না, শুধু নির্মল আনন্দের জন্য লিখে থাকেন. তা তাদের এই চাওয়া কোনো ভাবেই অনৈতিক নয়. কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছি যে পাঠক-পাঠিকারা নিয়মিত লেখা পেলে কিছুটা উত্সাহ দেখাতে শুরু করে.
যা হোক, আপনি ভালো থাকুন. যদি পাঠকদের হতাশাব্যঞ্জক সাড়াই যদি আপনার আপনার ভালো না লাগার ও উত্সাহ হারিয়ে ফেলার কারণ হয়ে থাকে, তবে আপনাকে একবার পুনর্বিবেচনা করে দেখবার জন্য অনুরোধ করবো. কিন্তু আপনার ইচ্ছে-অনিচ্ছেই সর্বোপরি. আপনার সঙ্গে রয়েছি. আপনি এখানকার খুবই উঁচুদরের লেখক-লেখিকাদের একজন.