19-06-2022, 01:39 PM
অনেক কিছু জানা গেলো এই তথ্য থেকে। ধন্যবাদ ♥️ আর বাবা সেতো পুরোটাই মনের ব্যাপার। কেউ কেউ নিজের সন্তানকেই ফেলে দিয়ে আসে সব সম্পর্ক ছিন্ন করে, আবার অপরিচিত অজানা কোনো ব্যাক্তি কোলে তুলে নেয় সেই নিষ্পাপ শিশুকে। এবারে বাবা কে? ওই যার বীজে জন্ম? নাকি যে পালন করার দায়িত্ব নিলো? শুধুই সন্তানলাভেবে সক্ষমতা থাকলেই পিতা হওয়া যায়না। তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়। আমার বা আমি কে ভুলে তার বা তাদের জন্য বাঁচতে হয়। হয়তো বাইরে কঠোর কিন্তু ভেতরের মানুষটা বড্ড নরম। কেউ জানতে পারেনা সেই মানুষটাকে। সন্তান তো ঐসময় নয়ই। হয়তো রাগও করে বাবার ওপর, কিন্তু একসময় যেদিন নিজেও ওই সুখের স্বাদ পায়.... সেদিন সে বোঝে বাবা কথার অর্থ। ♥️♥️